ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল। সিরাত অনুসরণের মাধ্যমে তরুণ ও যুব সমাজ সর্বক্ষেত্রে সাফল্য লাভ করতে পারে। বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে তার সাথে বিশিষ্ট ইসলামি স্কলার ড. মিজানুর রহমান আজহারির সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।
আজ থেকে ঠিক ৫০ বছর পরের কোনো এক স্কুলফেরা দুপুর। সদ্য কৈশোরে পা রাখা আপনার নাতি অথবা নাতনিটা দৌড়ে ছুটে এলো আপনার কাছে। মায়া-মাখানো আহ্লাদি কণ্ঠে সে বলল, ‘দাদু জানো, আজ স্কুলে স্যার আমাদের জুলাই বিপ্লবের গল্প শুনিয়েছেন।